রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলের আকাশ দুপুর পর্যন্ত আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া সংক্ষিপ্ত পূর্বাভাসে জানানো হয়, দুপুর ১টা পর্যন্ত আকাশে মেঘের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, উত্তর বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
সকাল ৬টার পর্যবেক্ষণ অনুযায়ী, ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ।