ঢাকা-১০ নির্বাচনি এলাকায় জামায়াতের মহিলা প্রতিনিধি সম্মেলন

বাংলাদেশ চিত্র ডেস্ক

ঢাকা-১০ আসনের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মহিলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকাল তিনটায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক নূরুন্নবী মানিক। এছাড়াও বক্তব্য রাখেন মহানগরীর মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন এবং ঢাকা-১০ আসনের মহিলা প্রতিনিধিদের সমন্বয়ক ডা. ফেরদৌস আরা খানম।

বক্তারা আসন্ন উপনির্বাচনে সংগঠনের প্রার্থীকে বিজয়ী করতে মহিলা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে বিভিন্ন ওয়ার্ডের মহিলা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Share This Article