ঢামেকে আহত শিক্ষার্থীদের ওপর রড-কুড়াল দিয়ে ছাত্রলীগের হামলা

বাংলাদেশ চিত্র ডেস্ক

কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতা-কর্মীরা হেলমেট পরে, লাঠিসোঁটা, রড ও চাইনিজ কুড়াল নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। আজ বিকেল থেকে বেশ কয়েকবার ঢামেকে ঢুকে হামলার চেষ্টা করে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে তখন না পারলেও রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে হামলা চালিয়েছে ছাত্রলীগ।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও ভাঙচুর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। বেশ কয়েকজন সাংবাদিকদের ওপরেও চড়াও হয় তারা। পুরো হাসপাতাল এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে।

Share This Article