আজিজ আহমেদঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আরিফুর রহমান শিবলী যে বাংলাদেশ সহ বহিঃবিশ্বে শিশু অধিকার বাস্তবায়নে কাজ করে সুপরিচিত আরিফ রহমান শিবলী হিসেবে।এই তরুনের হাত ধরে
বদলে গেছে বাংলাদেশের শিশু অধিকার চিত্র।ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেনস পদক প্রাপ্ত এই নোয়াখালী’র তরুন এখন ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে “চাইল্ড মেসেজ ‘ নির্বাহী পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছেন যেটি শিশুদের প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক হিসেবে কাজ করছে অনলাইন ভিত্তিক।
অতীতে কাজ করেছেন আরিফ বাংলাদেশের একুশে টিভি,আরটিভি,দেশ টিভি সহ বিভিন্ন গণমাধ্যমের প্রোগ্রাম ও নিউজ প্রডিউসার হিসেবে।
এই নোয়াখালী’র তরুনের হাত ধরে চাইল্ড মেসেজ বাংলা বিভাগ করা হয়েছে ২০২০ সালে।ইতিমধ্যে বাংলাদেশের ২৫ জন জাতীয় সংসদের এমপি মুখোমুখি হয়েছেন শিশুদের।পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তরুনের আমন্ত্রন কে সম্মান জানিয়ে পাঠিয়েছেন তার উপদেষ্টা তৌফিক ইলাহী কে।
আমাদের প্রতিবেদক বলছেন, শিশুরা ই অনলাইনে এখন প্রোগ্রাম সহকারী হিসেবে কাজ করছে,স্ক্রিপ্ট লিখছে এবং করছে উপস্থাপনা।যেখানে বাংলাদেশের শিশুদের পাশাপাশি অংশ নিয়েছে কলকাতা ও আসামের শিশুরাও।
এই নোয়াখালী তরুন আরিফ জাতিসংঘ, ইউরোপীয় সংসদ,ভারত সরকার সহ শিশুদের আন্তর্জাতিক প্রতিনিধি সদস্য হিসেবে ১১৩ টি আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়ে বাংলাদেশ কে করেছেন সম্মানিত।২০২০ সালে জাতিসংঘ ৭৫ পোস্টারে স্থান পেয়েছে আরিফের ছবি পাশাপাশি কানাডা’র জাস্টিন ট্রুডো সরকার এই তরুনকে শিশু অধিকার প্রতিষ্ঠায় বিশ্বে সাহসী ভুমিকা পালনে সম্মান জানায় ২০২০ সালের ২০ নভেম্বর।
আরিফ এই প্রতিবেদক কে বলেন, সারাবিশ্বে নিপীড়ন স্বীকার শিশুদের জন্য কাজ করতে চান তিনি।