তামিম ভাই অভিভাবক হিসেবে কতটা যথার্থ, বোঝাতে পারব না: হৃদয়

বাংলাদেশ চিত্র ডেস্ক

তামিম ভাই অভিভাবক হিসেবে কতটা যথার্থ, বোঝাতে পারব না: হৃদয়

স্পোর্টস ডেস্ক:


  • আপডেট সময়
    মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫


সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাওহিদ হৃদয়ের ফর্ম নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন সমর্থকরা। বারবার কোথায় যেন আটকে যাচ্ছিলেন। সোমবারের আগ পর্যন্ত সবশেষ ৬ ইনিংসে পাঁচবারই বিশের নিচে আউট। অবশেষে কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলো হৃদয়ের ব্যাট। চিটাগং কিংসের বিপক্ষে ১৫০ রান তাড়ায় ৫৬ বলে ৮২ রানের হার না মানা ইনিংস খেললেন ২৪ বছরের তরুণ। হৃদয়ের চোখে যেটি ব্লক খোলা এক ইনিংস। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বড় এক স্ট্যাটাস দিয়েছেন হৃদয়। যেখানে বিপদে পাশে থাকার জন্য ভক্ত-সমর্থকের সঙ্গে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Share This Article