তালেবান পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর শুরু

বাংলাদেশ চিত্র ডেস্ক

জাতিসংঘ নিষেধাজ্ঞাকৃত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার ভারতে পৌঁছেছেন। ক্ষমতায় ফিরে আসার পর এটিই কোন শীর্ষ তালেবান নেতার প্রথম ভারত সফর।

২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা ক্ষমতায় ফিরে আসে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আমির খান মুত্তাকিকে বিদেশে ভ্রমণের অনুমতি দেওয়ার পর এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুত্তাকির এই সফরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভারত তালেবান সরকারের সঙ্গে দেশটির সম্পর্ক আরও গভীর হতে যাচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে মুত্তাকিকে ‘উষ্ণ স্বাগত’ জানিয়ে বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করার জন্য উন্মুখ হয়ে আছি।’

মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন।

তিনি জানুয়ারিতে দুবাইয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির সঙ্গে বৈঠক করেছেন।

কোনও পক্ষই আলোচনার এজেন্ডা প্রকাশ করেনি। তবে বিশ্লেষকরা বলেছেন, সম্ভবত বাণিজ্য ও নিরাপত্তা আলোচ্যসূচির অগ্রভাগে থাকবে। যদিও আপাতত ভারতের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা কম।

Share This Article