তিতপল্লায় কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিজয় সুনিশ্চিত করা লক্ষ্যে মতবিনিময় সভা

বিল্লাল হোসাইন, জামালপুর:

বিল্লাল হোসাইন, জামালপুর:
আসন্ন জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ- পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপনের বিজয় সুনিশ্চিত করার লক্ষে তিতপল্লা ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে তিতপল্লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নাগরিক কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে।

নাগরিক কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী।

নাগরিক কমিটির যুগ্মআহবায়ক দৌলতুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান, মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু প্রমুখ।

নির্বাচনী মতবিনিময় সভাটি জনসভায় পরিণত হয়। মতবিনিময় সভায় পুরুষ ও নারী ভোটার উপস্থিতি ছিলেন।

বক্তারা বলেন, আসন্ন জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপনের বিজয় সুনিশ্চিত জেনে প্রতিপক্ষরা এখন আবল-তাবল বকছে। তারা প্রার্থীর বিরুদ্ধে কোন অভিযোগ খুঁজে না পেয়ে উল্টাপাল্টা কথা বলছে। কাপ-পিরিচ প্রতীকের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা হয়ে গেছে। তাই তারা কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর করে ভয়ভীতি সৃষ্টি করছে। বক্তারা ভোটারদের উদ্দেশ্য বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট হবে। যার ভোট সে নিজে দিবে অন্য কারো দেওয়ার কোন সুযোগ নেই। আপনারা কোন ভয়ভীতি না করে আগামী ৮ তারিখে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাফিজুর রহমান স্বপনকে কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে তার বিজয় সুনিশ্চিত করার আহবান জানান।

Share This Article