তিনজনকে রাষ্ট্রদূত নিয়োগের সংবাদ ভিত্তিহীন

বাংলাদেশ চিত্র ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও তাঁর বোন হোসনা সিদ্দিকীকে জড়িয়ে প্রচারিত সংবাদটি ‌‌‘সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

প্রেসসচিব উল্লেখ করেন, সূত্রহীন ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে অন্তর্বর্তী সরকার উল্লিখিত তিনজনকে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে চায়। প্রতিবেদনে আরও বলা হয়েছিল যে, তাঁদের কথিত ‘রাষ্ট্রদূত হওয়ার খায়েশ’ পূরণের জন্য ‘পেশাদার কূটনীতিকদের বলি দিতে হচ্ছে’। শফিকুল আলম এই দাবিগুলোকে ভিত্তিহীন হিসেবে প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, সাংবাদিকতার ন্যূনতম নীতি, দায়িত্ববোধ ও পেশাদারিত্বহীন এই প্রতিবেদনে রাষ্ট্রদূতের সম্মানজনক পদকে ‘মাখন খাওয়া’ এবং তাঁদের কল্পিত নিয়োগকে ‘গাছেরটা খেয়ে তলারটা কুড়ানো’-র মতো অবমাননাকর উপমার সঙ্গে তুলনা করা হয়েছে।

এদিকে, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক দূত লামিয়া মোরশেদ কূটনৈতিক পেশায় যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেননি বলে জানানো হয়। তিনি বর্তমান দায়িত্বেই থাকতে আগ্রহী বলে উল্লেখ করেন।

প্রেসসচিব শফিকুল আলম দৈনিক মানবজমিনকে উক্ত প্রতিবেদনটি অবিলম্বে প্রত্যাহার করে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশের আহ্বান জানান।

Share This Article