তিস্তা প্রকল্পের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত চায় চীন

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশ ও চীনের সম্পর্ক কী হবে, তা তৃতীয় কোনো দেশ নির্ধারণ করবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি রোহিঙ্গা সমস্যার সমাধান কিছু দেশ ও সংস্থা না চাওয়ার অভিযোগ তোলেন। এছাড়া তিস্তা প্রকল্পের ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

বুধবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন (এওএফএ) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গত ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনেট শুনানিতে বাংলাদেশের প্রতিরক্ষাসহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়া নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ করেন। এ প্রসঙ্গে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছিলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য কোনো দেশের জন্য উদ্বেগের বিষয় নয়।

এদিন সেই প্রসঙ্গ টেনে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ-চীনের সম্পর্ক তৃতীয় কোনো দেশ ঠিক করে দিবে না। তিনি অভিযোগ করেন, কোনো কোনো পরাশক্তি নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে কেবল নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত।

তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকারকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আগামী নির্বাচিত সরকারই এ ব্যাপারে সমাধান আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সমস্যার স্থায়ী সমাধান কিছু দেশ ও সংস্থা চায় না। তিনি এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

চীনের রাষ্ট্রদূত আরও জানান, চট্টগ্রামে চীনের অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ এ বছরের শেষ নাগাদ শেষ হবে। ইতোমধ্যে ৩০টিরও বেশি চীনা কোম্পানি সেখানে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

দক্ষিণ এশিয়ার দুই দেশের দ্বন্দ্বের কারণে সার্ক দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সভার প্রশংসা করেন তিনি। উন্নয়ন ও সহযোগিতার জন্য চীন আঞ্চলিক সংস্থাগুলোর কার্যকর ভূমিকা দেখতে চায় বলেও জানান।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চীন সফর করে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন।

Share This Article