আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
সামাজিক ও মানবিকতার কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম জনপ্রিয় ও দেশব্যাপি এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন ও অরাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিবাদী কন্ঠ।
এবার মানবিক কাজে দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও সামাজিক সংগঠন ও অরাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিবাদী কন্ঠ। তাই তূরস্কে ভূমিকম্পের ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। ত্রাণ সামগ্রী হস্তান্তরের সময় তুরস্ক দূতাবাসের কর্মকর্তা অনিজাম উপস্থিত ছিলেন।
বিভিন্ন গণমাধ্যমে ভূমিকম্পে তুরস্কের মানুষের দূরাবস্থার কথা জেনে এাণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। দূতাবাসের মাধ্যমে এসব মালামাল তুরস্কে পাঠানোর জন্য হস্তান্তর করা হয়।
যৌথ অর্থায়নে ছিলেন সংগঠনের উপদেষ্টা, আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, চৌমুহনী প্রেস ক্লাবের সভাপতি আশরাফ সিদ্দিক বাবু,আজীবন সদস্য চক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মো. খলিল।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতি এবং বারাকা গ্রুপের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ। তিনি এই সংগঠনের মানবিক কাজগুলোকে সাধুবাদ জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রতিবাদী কন্ঠের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, হাজী মো. আজিম মিয়া, সাধারণ সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম (জহির), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তসলিম উদ্দিন