
রাজধানী তুরাগথানাধীন ধউর এলাকায় প্রেমা সরকার(১৬),নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধারের পর মর্গে প্রেরণ করে।পুলিশ জানায়, গত সোমবার বিকাল ৩ টার দিকে ধউর এলাকার নিত্য ঘোষের টিনসেড বাড়ির ভাড়াটিয়া বাড়িতে এই ঘটনাটি ঘটে।
নিহত প্রেমা সরকার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বোয়াল মারা গ্রামের প্রনয় সরকারের মেয়ে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৩ টায় প্রেমা সরকার নামে এক কিশোরী পারিবারিক কলহের জের ধরে তুরাগের ধউর এলাকায় এক ভাড়াটিয়া বাড়িতে নিজ রুমের ভিতর সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে তার পাশের ঘরের ভাড়াটিয়া তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
এই বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদিক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত দেহের সুরতহাল শেষে লাশ ময়নতদন্তের জন্য শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।