তুরাগে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর তুরাগথানাধীন ১৫ নং সেক্টরের ২ নং ব্রীজ সংলগ্ন কলাবাগানের পূর্ব পাশে অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ধারালো চাকু, একটি লোহার হেক্স ব্লেড, একটি সেলাই রেঞ্জ, একটি স্ক্রু ড্রাইভার ও ডাকাতির কাজে ব্যবহৃত রশি জব্দ করা হয়।
গ্রেফতার ডাকাতরা হলো ,রংপুর জেলার বদরগঞ্জ থানার পূর্বজারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে শাহাদত আলী (২৩), (বর্তমানে তুরাগের ভাটুলিয়া এলাকার আব্দুল জলিল মিয়ার ভাড়াটিয়া), একই উপজেলার বিলালপুর সুতারপাড়া গ্রামের আলীর ছেলে আরিফুল ইসলাম আপন (১৮), (বর্তমানে তুরাগের ভাটুলিয়া এলাকার আব্দুল জলিল মিয়ার ভাড়াটিয়া), ও নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর থানার ফাইস্কা গ্রামের ইদ্রিস আলীর ছেলে এরশাদ মিয়া (২০),(বর্তমানে তুরাগের নলভোগ এলাকার কবরস্থানে পাশে ভাড়াটিয়া ছিলেন) ।
তুরাগ থানার অফিসার ইনচার্জ মো: শেখ সাদিক জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে কয়েকজন ব্যক্তি তুরাগথানাধীন ১৫ নং সেক্টরের ২ নং ব্রীজ সংলগ্ন কলাবাগান এর পাশে একটি ডাকাত দল অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্য অবস্থন করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে এসআই মোঃ শহিদুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন ডাকাতরা পালিয়ে যায় এবং তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ধারালো চাকু, একটি লোহার হেক্স ব্লেড, একটি সেলাই রেঞ্জ, একটি স্ক্রু ড্রাইভার ও ডাকাতির কাজে ব্যবহৃত রশি জব্দ করা হয়।
তিনি আরও জানান, পলাতক ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রাখা হয়েছে। এ-ঘটনায় জড়িত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।