বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা-১২ আসনের তেজগাঁও থানা আওতাধীন ২৬ নং ওয়ার্ড এলাকায় এক ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর ২০২৫) এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকা-১২ আসন ধানের শীষের মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পেইনটি পরিদর্শন করেন। এই সময় তিনি উপস্থিত জনসাধারণের সাথে মতবিনিময় করেন এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
ক্যাম্পেইন পরিদর্শনের সময় নীরব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে। তিনি বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বিএনপি’র অন্যতম লক্ষ্য। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনটি এলাকার দুস্থ ও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ায় ব্যাপক সাড়া ফেলে এবং স্থানীয়রা বিএনপি প্রার্থীর জনমুখী উদ্যোগের প্রশংসা করেন।
ইউআরএল কপি করা হয়েছে