
দলীয় কার্যক্রমে হতাশা প্রকাশ করে শরীয়তপুরের সখিপুরে মনোয়ার হোসেন বাবু বকাউল নামে এক বিএনপি নেতা দল থেকে পদত্যাগ করেছেন। তিনি সখিপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও চরভাগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি বরাবর লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে পোস্ট করেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন,” আমি মো.মনোয়ার হোসেন বাবু বকাউল সখিপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। শুরু থেকে নিষ্ঠার সাথে দলীয় দায়িত্ব পালন করেছি। দলের আদর্শগত কারণ ও বর্তমান দলীয় কার্যক্রমে আমি হতাশ। তাই নিজের বিবেকের তাড়নায় বিএনপির সব ধরনের পদ থেকে অব্যাহতি নিচ্ছি।
এবিষয়ে পদত্যাগকারী বিএনপি নেতা বাবু বকাউল বলেন, আমি শুরু থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং দলের নানা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। কিন্তু সাম্প্রতিক সময়ের কিছু নেতিবাচক কর্মকাণ্ডে আমি হতাশ হয়েছি। যাইহোক দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমি পদত্যাগ করছি এটাই ফাইনাল।
এব্যাপারে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তিনি পদত্যাগ করছেন। অফিসিয়ালি এখনো পদত্যাগপত্র হাতে পাই নি। হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এদিকে পদত্যাগের বিষয়টি এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয় রাজনৈতিক মহলে অনেকে বলছেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্ব সংকটের কারণেই দলের নেতারা একে একে হতাশ হচ্ছেন।