দশমিনায় কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ চিত্র ডেস্ক

“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা কৃষি প্রযুক্তি এনে দিবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামরে রেখে
পটুয়াখালী দশমিনা উপজেলা কৃষি অফিসের আয়োজনে তিন দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার শেষের দিন আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় পরিষদ হল রুমে সমাপনী ও পুরস্কারবিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে উক্ত কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কারবিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তমিজ উদ্দিন তমান জোমাদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুরন্নাহার খান ডলি, সহকারী কমিশনার(ভুমি) ওয়াসিউজ্জমান চৌধূরী, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাফর আহমেদ প্রমূখ।
কৃষি ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share This Article