দিল্লির বদলে অন্য দেশ থেকে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে আরও কিছু রাষ্ট্র

বাংলাদেশ চিত্র ডেস্ক

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি দেশ দিল্লির বদলে অন্য রাষ্ট্র থেকে বাংলাদেশিদের জন্য ভিসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। 

রবিবার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বাংলাদেশিদের জন্য বুলগেরিয়া তাদের ভিসা সেন্টার দিল্লি থেকে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করার কথা আগেই জানিয়েছিল। এর মধ্যে ২২ ছাত্রকে ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে ভিসা দিয়েছে। রোমানিয়ার সঙ্গে কথা হয়েছে—ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে বাংলাদেশি ছাত্রদের ভিসা দেবে দেশটি। এছাড়া ব্যাংকক থেকে ভিসা দেওয়ার কথা জানিয়েছে কাজাখিস্তান। এই তিনটি ছাড়া অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলছে। সামনে আরও খবর আসবে, তা আপনাদের জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, ইইউ’র দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় সরিয়ে আনা যায় কিনা—প্রধান উপদেষ্টার এমন অনুরোধের বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। 

এর আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেকে জানতে চেয়েছেন এর অগ্রগতি কী? এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হবে। আমরা আশা করছি অগ্রগতির বিষয়ে পরবর্তী সময়ে জানাতে পারবো। 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে ঘোষণাপত্রের বিষয়ে আলোচনা হবে জানতে চাইলে প্রেস সচিব বলেন, এ বিষয়ে এখনও তারিখ ঠিক হয়নি।

Share This Article