দি ফিউচার ড্রিম একাডেমির উদ্যোগে শিক্ষা সফর-২৩ আয়োজন

ফয়েজ আহামেদ মাহিন, চাঁদপুর জেলা প্রতিনিধি ::

ফয়েজ আহমেদ মাহিন, চাঁদপুর জেলা প্রতিনিধি ::

চাঁদপুর জেলার মতলব (উঃ) উপজেলার তাতুয়া গ্রামের শিবপুরে ২০১৬ সালে স্থাপিত হয় প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণির ভর্তির মাধ্যমে কার্যক্রম শুরু হয় দি ফিউচার ড্রিম একাডেমি নামে প্রতিষ্ঠান টি।

গতকাল ২৮ জানুয়ারি রোজ শনিবার দি ফিউচার ড্রিম একাডেমির উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। কুমিল্লার কোটবাড়ি শালবনবিহার ও ম্যাজিক প্যারাডাইস পার্কে।
শিক্ষা সফর অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান- মোঃ জানিবুল হক পলাশ, সাধারণত সম্পাদক- রোমান মিয়া, সাংগঠনিক সম্পাদক- সোহাগ সরকার, সদস্য সচিব- মোঃ নাজমুল হাসান, আল-আমীন প্রধান, একাডেমির প্রধান শিক্ষক- গিয়াস উদ্দিন মাস্টার, সহকারী শিক্ষক- আঁখি নুর, হ্যাপি আক্তার, সুরপুরী রানী, শিক্ষার্থীদের অবিভাবক ও কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতিতে সারাদিন বিভিন্ন খেলাধুলা, কবিতা আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাস ভ্রমণে সম্পূর্ণ হয়।

Share This Article