বাংলাদেশ চিত্র শিক্ষা বার্তা ::
চাঁদপুর জেলার মতলব (উঃ) উপজেলার নন্দলালপুর দক্ষিণ বাজার বেড়িবাঁধ সংলগ্ন স্থানে সম্পূর্ণ অস্থায়ী ক্যাম্পাসের মধ্যে দিয়ে ২০১৬ সালে স্থাপিত হয় দি লিটল ফ্লাওয়ার স্কুল। তারপর ২০২০ সালে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু করেন। বিদ্যালয়টিতে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণির ভর্তির শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
এবছর পবিত্র মাহে রমজান মাস জুড়ে সকাল ৯.০০ টা থেকে ১০.০০ টা পর্যন্ত প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সম্পূর্ণ ফ্রি তে পবিত্র কোরআন শিক্ষা কার্যক্রমের আয়োজন করেন।
এই বিষয়ে বিদ্যালয়ের পরিচালক কমিটির সদস্য খালেদ বিন ওয়ালিদ (শাকিল) এর সাথে বাংলাদেশ চিত্র পত্রিকা মুঠোফোনে যোগাযোগ করলে স্কুল ও চলমান উদ্যোগ এর বিষয়ে জানান।
তিনি বলেন, এই সমাজে প্রাতিষ্ঠানিক শিক্ষা যেভাবে প্রধান্য দেয় তাহার চেয়ে ধর্মীয় শিক্ষা আরো বেশি প্রধান্য দেওয়া উচিত কিন্তুক এখনকার সময়টা ভিন্ন, তাই এর আলোকে আমাদের চিন্তা ধারণা ভিন্ন সমাজে যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব বেশি দেন। আমাদের এই উদ্যোগে সমাজের প্রতিটি মানুষ সাধুবাদ জানাচ্ছে, ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।