দুই পুলিশ কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে বদলি

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশ পুলিশের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের দুদকে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক।

বদলির আওতাভুক্ত দুইজন কর্মকর্তা হলেন- পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ এবং একই পদে মো. জাহিদুর রহমান। 

প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Share This Article