
কক্সবাজারের টেকনাফ হতে গাড়ি ভর্তি ইয়াবা নিয়ে চট্টগ্রাম পাচারকালে ৪৫ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি)। এসময় পাচার কাজে ব্যবহৃত পরিবহনটি জব্দ করা হয়।
ধৃতরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলীপাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে মোহাম্মদ ফেরদৌস উরুফে ফিরোজ (৩৮), লাল মিয়ার ছেলে ছলিম উল্লাহ (২৩) ও একই ইউনিয়নের বাহারছড়া এলাকার ফয়েজ আহামদের ছেলে মোহাম্মদ ইয়াসিন (৩৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, চট্টগ্রাম (মেট্রো) কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির জানান,
শনিবার (২৭ সেপ্টেম্বর) টেকনাফ থেকে একটি ইয়াবার চালান পাচারের গুপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র একটি টিম বিকেলে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের বটতলা রেল ক্রসিং এর পূর্ব পার্শ্বে পাকা রাস্তায় অবস্থান নেয়। এসময় একটি নোয়াহ গাড়িকে (চট্ট মেট্রো- চ ১১-৪৮১১) থামার সংকেত দিলে গাড়িটি সাতকানিয়া-বাঁশখালী সড়ক দিয়ে পালানোর চেষ্টা করে। পরে গাড়িটি ধাওয়া করে ধরে তল্লাশী চালিয়ে ৪৫ হাজার ইয়াবা বড়িসহ তিন জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় গাড়িটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ জানায় সে দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে কৌশলে ইয়াবার বড় বড় চালান দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে থাকে।
আইনী প্রক্রিয়া শেষে ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসি’র এই কর্মকর্তা।