ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া-৬ ( বাঞ্ছারামপুর) আসনের এমপি প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক বর্ণাঢ্য মটরবাইক শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নরভম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ইউনিট ও ওয়ার্ড থেকে শত শত মটরবাইক আরোহী নেতা-কর্মী মাতুরবাড়ি মোড়ে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল শোভাযাত্রা বাশগাড়ি, দশানী, আইয়ুবপুর, চরছয়ানী, কানাইনগর, খাসনগর, ফেরিঘাট ও বাহেরচর হয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করা হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা বলেন,“আমার দল সরকার গঠন করলে মেঘনা সেতুসহ বাঞ্ছারামপুরের সকল রাস্তা-ঘাটের উন্নয়ন করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি বাংলাদেশ উপহার দেব। মা-বোনদের ইজ্জতের হেফাজত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা শুধু মুখে প্রতিশ্রুতি দিই না— কাজে তা প্রমাণ করি। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত জামায়াতে ইসলামী সরকারের দুজন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন। অথচ গত ১৭ বছরেও ফ্যাসিস্ট সরকার তাদের কোনো দুর্নীতি বা অপরাধ প্রমাণ করতে পারেনি। এটা প্রমাণ করে— আমরা কথায় নয়, কর্মে বিশ্বাসী।”
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার আমীর কাজী মোহাম্মদ আবুল বাশার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শামীম নূর ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন সাদী, পৌর শাখার সাবেক সভাপতি মাসউদুর রহমান, জামায়াতের বাঞ্ছারামপুর পৌরসভা মেয়র প্রার্থী নুরে আলম, আইয়ুবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা জাকারিয়া, পাহাড়িয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক, উজানচর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী লিটনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিগণ।
মটরবাইক শোভাযাত্রা ও গণসংযোগকে ঘিরে বাঞ্ছারামপুরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। তরুণ ভোটারদের উচ্ছ্বাসে মুখরিত ছিল গোটা এলাকা। স্লোগানে মুখরিত ছিল জনপথ—
“তারুণ্যের প্রথম ভোট, দাঁড়িপাল্লার পক্ষে হোক।”
“চারিদিকে একি শুনি— দাঁড়িপাল্লার জয়ধ্বনি!”