দুর্বল হয়ে গভীর নিম্নচাপে ‘মোন্থা’, নামল সতর্কসংকেত

বাংলাদেশ চিত্র ডেস্ক

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’। বাংলাদেশের ওপর এর তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  প্রবল ঘূর্ণিঝড় থেকে মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্য রাতে এটি গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয় বৃষ্টিপাতে মাধ্যমে দুর্বল হতে থাকে। 

তবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।  একই সঙ্গে  উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও মাধ ধরার ট্রলারকে সাবধনের চলাচল করতে  এবং গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। 

এদিকে, বুধবার ( ২৯ অক্টোবর)  রাতে আবহাওয়া অধিদপ্তরের জারি করা ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশের পর দ্রুতই দুর্বল হয়ে পড়ে। মোন্থা নিয়ে আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হবে না বলেও জানানো হয়।

Share This Article