চাঁদপুর জেলা প্রতিনিধি :: মতলব (উঃ) উপজেলার সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন 'দুর্বার পাঠশালা' উদ্যোগে বিগত একবছরে নিজনিজ কর্মের পাশাপাশি সমাজের সামাজিক ও মানবিক কাজের বিশেষ অবদান রাখায় পল্লী চিকিৎসক মোঃ মহন মিয়া কে এই সন্মাননা পদক প্রদান করা হয়।
চিকিৎসা পেশা, একজন পল্লী চিকিৎসক সর্বসময় মানুষের সেবায় নিয়োজিত থাকেন।
আমরা দেখি যারা পল্লী চিকিৎসক তারা যদিও ফার্মেসি সারাদিন সময় দেয়।তারপর তাদের অবসর সময়ে কোন রোগী বা কোন দুর্ঘটনা দৌড়িয়ে যায় সেবা দিতে।
দুর্বার পাঠশালা সামাজিক সংগঠন পক্ষ থেকে জনাব মোঃ মহন মিয়া কে সন্মাননা পদক প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার ( ১১ জুন ) দুর্বার পাঠশালা অনুষ্ঠানের বিশেষ অতিথি মোঃ কবির বেপারি ও প্রতিষ্ঠাতা প্রকৌশলী ফয়েজ আহামেদ (মাহিন) এই সন্মাননা পদক পল্লী চিকিৎসক মোঃ মহন মিয়া হাতে তুলে দেন।
মহন মিয়া এই সন্মাননা পদক পেয়ে তিনি বাংলাদেশ চিত্র কে মুঠোফোন বলেন এই সন্মাননা পদক আমার ভবিষ্যতে আরো দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে সেবা বৃদ্ধি পাবে। পাশাপাশি সকলের কাছে দোয়া চাই যাতে বেশি বেশি সমাজের জন্য ভালো কাজ করতে পারি।