দুর্বার পাঠশালা সামাজিক সংগঠনের উপদেষ্টা সদস্য হলেন সামিউল বাসার

বাংলাদেশ চিত্র ডেস্ক

চাঁদপুর জেলা প্রতিনিধি ::

“আমরা দুর্বার আমরাই আগামীর, স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই” এই স্লোগান কে সামনে রেখে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নন্দলালপুর বাজারে অস্থায়ী কার্যালয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিলো ‘ দুর্বার পাঠশালা ‘ সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন নামকরণের মধ্যে দিয়ে।

গতকাল ০৯ মার্চ রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় অনলাইনে আলোচনার মাধ্যমে মোঃ সামিউল বাসার, পিতাঃ মোঃ আবুল বাসার সরকার গ্রামঃ শিবপুর। দুর্বার পাঠশালা সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত করা হয়েছে। আমরা চাই আপনার মেধা ও বুদ্ধি পরামর্শ পেলে দুর্বার পাঠশালা পরিবার আরো দূরত্ব এগিয়ে যাবে।
দুর্বার পাঠশালা বরাবরের মতোই সামাজিক, স্কুলিং প্রোগ্রাম ও গণসচেতনতা মূলয়ক কার্যক্রম পরিচালনা মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণ কাজ করেন।

Share This Article