চাঁদপুর জেলা প্রতিনিধি :: দুর্বার পাঠশালা সামাজিক সংগঠনের ৫ম বছর শেষ করে ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছে।
২০২০ সালের ২১ ফেব্রুয়ারিতে দুর্বার পাঠশালা সামাজিক সংগঠনটি মতলব (উঃ) উপজেলায় একযোগে ৫টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেন। আগামীকাল ২১ শে ফেব্রুয়ারি ২০২৫ ইং রোজ শুক্রবার সংগঠনটি ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাতা ও পরিচালক- প্রকৌশলী ফয়েজ আহাম্মেদ (মাহিন) বলেন, ২১ ফেব্রুয়ারিতে দুর্বার পাঠশালা'র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, আমাদের এই দীর্ঘদিনের পথচলার মাঝে সামাজিক কাজ, শিশু শিক্ষার্থীদের পড়াশোনা ও মেধা বিকাশের জন্য কাজ, আমরা সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে চেষ্টা করেছি আমাদের নিজের সাধ্য অনুযায়ী। ইনশাআল্লাহ ভবিষ্যতে অব্যাহত থাকবে আমাদের কার্যক্রম। পাশাপাশি আমাদের কে যারা বুদ্ধি পরামর্শ দিয়ে পাশে ছিলেন সকলের প্রতি সংগঠন পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা-ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের কে সকলে দোয়া ও ভালোবাসা চোখে আদলে রাখার অনুরোধ জানাচ্ছি। কারণ একটি সমাজ ও দেশ উন্নয়ন-পরিবর্তন আনতে হলে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। সেই সাথে সকলের দোয়া কামনা করছি।