
চাঁদপুর জেলা প্রতিনিধি ::
মতলব (উঃ) উপজেলায় সামাজিক সংগঠন দুর্বার পাঠশালা’র উদ্যোগে দুর্বার সন্মাননা পদক-২০২৪ অনুষ্ঠিত হয়।
গতকাল ১০ জুন ( মঙ্গলবার) মতলব উত্তর উপজেলা অডিটোরিয়াম বিকেল ৩.০০ ঘটিকায় বিগত একবছরের সামাজিক ও মানবিক কাজের উপর এই সন্মাননা পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে গোলাম রাব্বানী মোল্লা সভাপতিত্বে এ অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রকৌশলী ফয়েজ আহামেদ (মাহিন) শুভেচ্ছা বক্তব্য বলেন, দীর্ঘ পাঁচ ধরে আমরা দুর্বার পাঠশালা সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপণ, স্কুলিং প্রোগ্রাম ও সমাজের গণসচেতনতা মূলয়ক প্রোগ্রাম করে আসছি। আমাদের তরুণ সমাজ এখন মোবাইল নিয়ে আসক্ত হয়ে পরেছে তাদেরকে পড়াশোনা মনোভাব চিন্তা শক্তি ফিরিয়ে আনতে দুর্বার পাঠশালা সবসময় কাজ করে আসছে।
এই সন্মাননা পদক গ্রহণ করেন মমিনুল ইসলাম (সাংবাদিক) দৈনিক কালবেলা,মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি, সুমন আহমেদ (সাংবাদিক) এশিয়ান টেলিভিশন, মতলব (চাঁদপুর) প্রতিনিধি, আল-আমীন পারভেজ, অধ্যাপক (ইংরেজী) নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ, বিল্লাল হোসেন, (প্রধান শিক্ষক) টরকী সরকারি প্রাঃ বিদ্যালয়, মোহাম্মদ মনিরুজ্জামান, (সহকারী শিক্ষক) ১২৪নং নন্দলালপুর সরকারি প্রাঃ বিদ্যালয়, ডা. মকবুল হোসেন (মুকুল), রেজিষ্ট্রার (সার্জারী বিভাগ) আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতাল, নাজমুল হাসান রোকন (প্রতিষ্ঠাতা) নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব, মোঃ মহন মিয়া (পল্লী চিকিৎসক) মদিনা ফার্মেসি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএম ইউনুস উপ-পুলিশ পরিদর্শক মতলব উত্তর থানা, ফারুক হোসেন যুগান্তর ও আনন্দ টিভি মতলব চাঁদপুর প্রতিনিধি, ইসমাইল হোসেন টিটু দৈনিক একাত্তর কণ্ঠ মতলব উত্তর উপজেলা প্রতিনিধি, আবুল খায়ের রিপন ব্যবস্থাপক প্রশিকা, বিএম গোলাপ হোসেন যুগ্ম সদস্য সচিব চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ, মোঃ ইসমাইল হোসেন সুমন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা,মর্তুজ্যা মাহবুব যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও অন্যআন্য সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।