খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসক হাসিনা বেগমের মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেন দেওয়ানগঞ্জের নানা পেশাজীবি। গত ১১ নভেম্বর রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি ও সুধী জনের সাথে এক মত বিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাসিনা বেগম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক, সেনা কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামছুজ্জামান আসিফ, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী ও দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায় আঃ রশিদ সাদা, পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজু, উপজেলা জামায়েত আমির মাহবুবুর রহমান তালুকদার, বিএনপির যুগ্ম আহবায়ক বাবু শ্যামল চন্দ, বৈষম্য বিরোধী ছাত্রনেতা সোহেল রানা, সাংবাদিক তারেক মাহমুদ ও শামছুল হুদা রতন সহ অন্যান্য। বক্তাগণ দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি জেলা প্রশাসক হাসিনা বেগম সব শুনে পর্যায়ক্রমে এসবের সমাধানের আশ^াস দেন এবং তিনি ৩ বছর মেয়াদী একটি কর্ম পরিকল্পনা তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :