![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
![](https://ajkerjamalpur.com/wp-content/uploads/2024/11/Aj-12-3.jpg)
দেওয়ানগঞ্জ সংবাদদাতা : মানসম্মত শিক্ষার শিখন-শেখানোর গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে এবং শিখন-শেখানোর দক্ষতা উন্নয়ন ঘটাতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা উন্নয়ন সংঘের সিডস প্রকেল্পর আয়োজনে প্রধান শিক্ষকদের একাডেমিক সুপারভিশন ও মনিটরিং বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ নভেম্বর সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে একাডেমিক সুপারভিশন ও মনিটরিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা সুলতানার সভাপতিত্বে আয়োজিত একাডেমিক সুপারভিশন ও মনিটরিং বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মহির উদ্দিন, এইউইও রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসার দীপা রানী গোপ। দিনব্যাপী প্রশিক্ষণে সিডস কর্মসূচি বিষয়ে আলোচনা করেন, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম মোল্লা এবং সিডস কর্মসূচির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে মান সম্মত শিক্ষায় সহায়তা প্রসঙ্গে আলোচনা করেন, মোঃ মোরশের্দ ইকবাল, পরিচালক কর্মসূচি উন্নয়ন সংঘ জামালপুর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী মোঃ কামাল হোসেন, ইসলামপুর প্রকল্প অফিসের প্রোগ্রাম অফিসার মোঃ সায়েদুল ইসলাম, সিডস প্রকল্পের প্রোগ্রাম অফিসার (মনিটরিং) মনির হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর আতিকুর রহমান সহ অন্যান্য। অংশগ্রহণকারী প্রধান শিক্ষদের মধ্যেও অনেকে বক্তব্য রাখেন।