দেবীদ্বার যুবলীগ নেতা সুমনের গ্রেপ্তারের খবরে অটোরিকশা চালকদের মিষ্টি বিতরণ

বাংলাদেশ চিত্র ডেস্ক

কুমিল্লার দেবীদ্বার পৌর যুবলীগের সহসভাপতি কাজী তরিকুল ইসলাম সুমনকে গ্রেপ্তারের খবরে আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন সিএনজি ও অটোরিকশা চালকরা।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে দেবীদ্বার-চান্দিনা সড়কের সিএনজি স্ট্যান্ডে চালকদের উদ্যোগে ওই মিষ্টি বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাজী সুমন দেবীদ্বার-চান্দিনা সড়কে সিএনজি স্ট্যান্ডে ‘জিপি’র নামে চাঁদা আদায়সহ চালকদের নানা হয়রানি, মারধর, সিএনজি ও অটোরিকশা আটক করে আসছিলেন। শুধু তাই নয়, যারা তার কথার অবাধ্য হয়েছে তাদের রোডে সিএনজি ও অটোরিকশা চালানো নিষেধ ছিল।

কেউ কেউ জীবিকা নির্বাহে বিপুল অর্থ দিয়ে সড়কে চলাচলের সুযোগ নিয়েছে।

কাজী সুমনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই চালকরা স্বতঃস্ফূর্তভাবে সিএনজি স্ট্যান্ডে একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।

চালকরা বলেন, আমরা দীর্ঘদিন তার অন্যায় ও জুলুমের শিকার হয়েছি, আজ আমরা একটু স্বস্তি পেলাম।

গতকাল শনিবার (১১ অক্টোবর) বিকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নারী নির্যাতন মামলায় কাজী তরিকুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করা হয়।

Share This Article