দেশব্যাপি জ্ঞানের আলো ছড়াচ্ছেন “গোল্ডেন স্টুডেন্টস”

বাংলাদেশ চিত্র ডেস্ক

এস এম নুর ইসলাম, বিশেষ প্রতিনিধি ::

“সোনার মানুষ সোনার দেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানামুখী কাজ করে যাচ্ছে শিক্ষার্থীদের আত্ম উন্নয়ন মূলক সংগঠন গোল্ডেন স্টুডেন্টস। এরই ধারাবাহিকতায় আজ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোহালা টি সি এ এল উচ্চ বিদ্যালয় পাঠাগারে গোল্ডেন স্টুডেন্টস কতৃক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বই প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন গোল্ডেন স্টুডেন্টস অনার্স শাখার সভাপতি জনাব এস এম নুর ইসলাম ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব দুর্জয় ঘোষ এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এসময় তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও নির্দেশনা মূলক কথাবার্তা বলেন। এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবকবৃন্দ। উল্লেখ্য, এর আগেও গোল্ডেন স্টুডেন্টস কতৃক অত্র বিদ্যালয়ে আই-কিউ টেস্ট, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

Share This Article