আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে আশুলিয়া থানা এলাকায় বিভিন্ন বাড়ী ও খামারে গরু ডাকাতির প্রস্তুতিকালে সঙ্ঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে এসংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি দ্বারা বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার এসপি মো: আসাদুজ্জামান পিপিএম (বার)।
এর আগে, গতকাল বুধবার (৫ জুন) ডিবি উত্তরের একটি চৌকস টিম রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে আশুলিয়া থানাধীন ডেন্ডাবর এলাকার নবীনগর টু বাইপাইল রোডের পশ্চিম পাশে উইলিয়াম সোয়েটার্স এর সামনে পাকা রাস্তার উপর থেকে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দুইটি ১৩ ইঞ্চি লম্বা চাকু, একটি চাপাতি এবং ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত একটি হলুদ ও নীল রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়। গ্রেফতার ওই তিন ডাকাত হলো- মোঃ তোফাজ্জল হোসেন ওরফে তুফান (৩৯), মিন্টু (৩৮) এবং মোঃ ইয়াকুব আলী (৪০)।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি’র ওই টিম আশুলিয়া থানাধীন পল্লিবিদ্যুৎ এলাকার হাবিব সিএনজি ফিলিং স্টেশনের ১০০ গজ দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে আরও ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দুইটি কাটার, দুইটি স্ক্রু ড্রাইভার, লোহার তৈরী দা, ৪০ ফুট নায়লনের রশি এবং দুইটি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতার ওই ৫ ডাকাত সদস্য হলো- মোঃ রঞ্জু প্রামানিক (৩১), মোঃ মোহর আলী (৫০), আনিস মোল্লা (৩৫), মোঃ জহিরুল ইসলাম (৪০) এবং মোঃ ফজলুল ইসলাম (২৭)।
গণমাধ্যমকে ঢাকা জেলার এসপি জানান, ধৃত সকল আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত মামলার ঘটনার সমূহের সাথে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এর প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা (নং-১৮, তারিখ- ০৬ জুন, ২০২৪ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড) রুজু করা হয়েছে।