দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল বলেই আমরা এগিয়ে যাচ্ছি- স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ চিত্র ডেস্ক

বিল্লাল হোসাইন, জামালপুর :

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল বলেই আমরা এগিয়ে যাচ্ছি, দেশের উন্নয়নের মহাস্রোতে আছি আমরা। দেশে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল না থাকতো, আইনশৃঙ্খলা বাহিনী যদি সঠিক ভাবে কাজ না করতো, তাহলে দেশের উন্নয়ন থমকে যেতো। এটি শুধু আমাদের কথা নয়, এটি সারা বিশ্বের কথা। আইনশৃঙ্খলা বাহিনী সঠিক ভাবে কাজ করছে বলেই দেশে সুন্দর আইনশৃঙ্খলা পরিস্থিতি উপহার দিতে পেরেছি। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এগিয়ে যেতে হলে, উন্নয়নে যেতে হলে, আমাদের সিকিউরিটি ব্যবস্থা সবল হতে হবে। আমাদের সিকিউরিটি আজ প্রধানমন্ত্রীর নির্দেশনা সকল চ্যালেঞ্জ অতিক্রম করছে। আমাদের সিকিউরিটি ফোর্স পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড সবাই নিজ নিজ কাজ করছে। সেজন্য একটা সুন্দর পরিস্থিতি আমরা উপহার দিতে পেরেছি। 

উন্নয়নে নারীদের অংশীদারিত্ব নিয়ে তিনি বলেন, নারীদের পাশে রেখে আমরা কাজ করে চলেছি বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে নারীরাও গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে।

রবিবার ( ১২ মার্চ) বিকালে জামালপুর শহরের বাইপাস রাস্তা সংলগ্ন পলাশগড়ে জামালপুর রিক্রিয়েশন ক্লাব উদ্বোধন উপলক্ষে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সাধারণ  সম্পাদক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন , দূর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হাসান, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সচিব কামরুল হাসান, সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন,অতিরিক্ত আইজিপি মাহবুবর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মহিউজ্জামান রোমেল, গুলশান ক্লাবের সভাপতি রফিকুল আলম হেলাল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বাবু দেবদাস ভট্রাচার্জ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র ও রিক্রিয়েশন ক্লাবের কোষাধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমূখ। 

জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হলো। জামালপুরবাসী সুস্থ বিনোদনের জন্য একটা সুন্দর পরিবেশ উপহার পেলো । এখানে থাকবে সকল প্রকার ইনডোর গেইম, জিমনেসিয়াম, লেক, সুইমিংপুল, ওয়াক ওয়ে, ক্যাফেটেরিয়া, আবাসিক হোটেল, কটেজ সহ প্রায় ৩৮ প্রকার বিনোদনের সুবিধা থাকবে।

Share This Article