
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-০৩ ( সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া বলেছেন, বাংলাদেশের মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবে। মার্কা একটাই দাঁড়িপাল্লা আর মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
শুক্রবার (২১ অক্টোবর) বিকালে উপজেলা জামায়াতের বারদী ইউনিয়ন শাখা জামায়াতের সভাপতি মোঃ মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে, সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় সহযোগী সম্মেলনে অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক জামায়াতে ইসলামীর মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ডক্টর মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, আমাদের কোন টেনশন নেই, যাদের রব আল্লাহ তাদের কোন টেনশন নেই। আর যদি দাঁড়িপাল্লার কোন কর্মী, কোন পোস্টার, কোন ব্যানারে হাত দেয়া হয় তাহলে তাদের কোন ছাড় দেয়া হবে না। আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি অথচ আল্লাহ বলছেন কেউ যদি ভাল কাজে সহযোগিতা করে হোক সেটা ভোট দেয়ার মাধ্যমে তার আমল নামায় অনেক অনেক নেকি লেখা হবে। আর যদি কেউ কোন অপকর্মে সাহায্য করে তার আমল নামায় ও অনেক অনেক গুনাহ লেখা হবে। একজন যদি দশটা ভোট দেয় তার বাবা দশজন বলে তিনি মন্তব্য করেন। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে ইবাদত করলে ইবাদত কবুল হবে না বলেও মন্তব্য করেন তিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াত উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের পরিচালক মাওলানা ডাক্তার আবু বক্কর সিদ্দিক রোমান, বারদী ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা ইব্রাহিম মিয়া আদেল ও সাবেক সেক্রেটারি মাওলানা কাজী নাজমুল ইসলাম, বারদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুল মতিন, জামায়াত নেতা রফিক মেম্বার, হাফেজ হুমায়ুন কবির, মাওলানা জসিম, শামীম হোসাইন, রবিউল আউয়াল, হাফেজ মাহফুজ আহমেদসহ প্রমূখ নেতৃবৃন্দ।