শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২৫শে জুন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে খেলবে বাংলাদেশ। সিরিজ নির্ধারণীর মতো গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে নিজেদের স্কোয়াডে দু’টি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা সফরের লাল বলের শেষ ম্যাচটি খেলবে টাইগাররা। ড্র হওয়া গল টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। স্বভাবিকভাবেই তিনি নেই ১৮ জনের স্কোয়াডে। এছাড়া বাদ গেছেন মিলান রতœায়েকে। দুজনের জায়গায় দলে জায়গা করেছেন স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ভেল্লালেগে ও পেসার বিশ্ব ফার্নান্দো। বাঁহাতি স্পিনার ভেল্লালাগে এখন পর্যন্ত শেষ একবারই টেস্ট ম্যাচ খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে কোনো উইকেট না পেলেও বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে তার ওপর ভরসা রাখছে লঙ্কানরা। অন্যদিকে বাঁহাতি পেসার ফার্নান্দো অভিজ্ঞ ক্রিকেটারদের একজন। এই লঙ্কান বোলার এখন পর্যন্ত ২৭ টেস্ট খেলে উইকেট নিয়েছেন ৭৯টি।
দুই ম্যাচের টেস্ট সিরিজের পর ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে ২, ৫ ও ৮ই জুলাই। সীমিত ওভারের সিরিজ অনুষ্ঠিত হবে ১০, ১৩ ও ১৬ই জুলাই।
দ্বিতীয় টেস্টের শ্রীলঙ্কা স্কোয়াডঃ ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস,
দুনিথ ভেল্লালাগে, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রতœায়েকে, প্রবাথ জয়সুরিয়া, থারিন্দু রতœায়েকে, আকিলা ধনঞ্জয়া, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ইসিথা উইজেসুন্দরা।