দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল 

বাংলাদেশ চিত্র ডেস্ক

বিল্লাল হোসাইন, জামালপুর প্রতিনিধি ::

বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্ত সংযোজনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখা। 

শুক্রবার বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী হামিদুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত 

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহাম্মদ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি মোস্তফা কামাল ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

বক্তারা বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্ত সংযোজনের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সরকারকে এর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যথায় আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। 

প্রতিবাদ সভা শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। 

Share This Article