বিল্লাল হোসাইন, জামালপুর :
দেশব্যাপী সকল ধর্ষণের বিচারসহ ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে শহরের দয়াময়ী মোড়ে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই মোড় থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল বাজার মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতৃবৃন্দ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও মিডিয়া সম্পাদক খায়রুল কবির।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন, অর্থ ও কল্যাণ সম্পাদক মো. আনিছুর রহমান প্রমুখ।
বক্তারা অবিলম্বে দেশে সম্প্রতি ঘটা সমস্ত ধর্ষণের দ্রুত বিচার-প্রক্রিয়ায় দাবি জানান। একই সঙ্গে ধর্ষকের মৃত্যুদণ্ড শাস্তি বিধান রেখে আইন প্রণয়নের অনুরোধ জানানো হয়।