
তোয়ান হোসেন পল্লব, স্টাফ রিপোর্টার (নওগাঁ) :
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ও গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে হতদরিদ্র পরিবারের মাঝে গবাদিপশু, হাঁসমুরগি,সেলাই মেশিন, ক্ষুদ্র ব্যবসায়ী উপকরণ ও শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
অদ্য বৃহস্পতিবার ৯ মার্চ দুপুর বারোটায় ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ মাঠে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ধামইরহাট-পত্নীতলা আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার মোট ১শ ৮২টি হতদরিদ্র পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ করেন এবং প্লে হতে একাদশ শ্রেণি পর্যন্ত ৩ হাজার ৭৬ জন তালিকাভুক্ত শিশু শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা।আরোও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা, প্রোগ্রাম অফিসার ডেনিশ তপ্ন, নাথান চৌকিদার, মুকুল বৈরাগী, শ্যামল মন্ডল, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, রোজনিল মিতু, শিশু সুরক্ষা অফিসার প্রদীপ হাসদা, যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবাল, সহ-সম্পাদক তোয়ান হোসেন পল্লব সহ শিশু ও যুব ফোরামের এর নাটিকা ও নৃত্য দল।