নওগাঁয় বাস খাদে পড়ে নিহত ১, আহত ৫

বাংলাদেশ চিত্র ডেস্ক

নওগাঁর পোরশায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।

প্রত‍্যক্ষদর্শীরা জানায়, আজ (বুধবার) সকালে পোরশা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি বাস পোরশা উপজেলার শিশা বাজার সংলগ্ন বড় খাড়া খাড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত হন আরও ৫ জন। আহত যাত্রীদেরকে শিশা বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়।

মূলত নওগাঁ জেলায় প্রতিটি উপজেলায় ব্যাপক ঘন কুয়াশা ও শীতের কারনে এ ঘটনাগুলো ঘটেছে।

Share This Article