
নগরের পাঁচলাইশ আতুরার ডিপো সঙ্গীত আবাসিক এলাকায় প্রেম ঘটিত বিরোধের জেরে হত্যা শিকার হয়েছে হাসিবুল ইসলাম (২৬) নামের এক যুবক। ঘটনার ১৪ ঘন্টার মাথায় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মোহাম্মদ জাহেদুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত (৪ নভেম্বর) ২টার দিকে নগরের চাঁদাগাও থানার মৌলভীপুকুর পাড় এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এসময় হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি ও নিহতের স্যান্ডেল উদ্ধার করা হয়।
ধৃত জাহেদুল ইসলাম চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় জহির ড্রাইভারের বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন।
মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, হাসিবুল ইসলাম ২নং গেইট এলাকার একটি রেস্টুরেন্টে কাজ করতেন। প্রায় চার-পাঁচ মাস পূর্বে খায়রুন নাহার উরুফে তানহা (২৪) নামের এক তরুণীর সাথে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তানহার স্বামী মোহাম্মদ জাহেদুল ইসলাম বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় হাসিবুলকে মোবাইল ফোনে হুমকি দিতে থাকেন।
সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাহেদ কৌশলে হাসিবুলকে ‘চা খায়ার’ কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে পাঁচলাইশের সঙ্গীত আবাসিক এলাকায় মন্নান সাহেবের বাড়ির সামনে সড়কে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে জাহেদ কোমরে থাকা ধারালো ছুরি বের করে হাসিবুলের বুক, পিঠ ও গলায় আঘাত করে। আশেপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় হাসিবুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, নিহতের ভাই ইমরান বিন ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে সোর্সের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চান্দগাঁও থানার মৌলভীপুকুর পাড় এলাকা থেকে প্রধান অভিযুক্ত জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে ঘটনাস্থলের পাশের একটি নালা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহত হাসিবুলের এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়।
ধৃত আসামীকে আইনীভপ্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।