নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন এবং ৮০,০০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে নড়াইল জেলা পুলিশ।
পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশেনায়, নড়াইল জেলার বিভিন্ন থানার এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অক্টোবর মাসে উদ্ধারকৃত ৩০ টি মোবাইল ফোন ও টাকা মঙ্গলবার (৫ নভেম্বর) পুলিশ সুপারের মাধ্যমে ভুক্তভোগীদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্ত করা হয়।মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে মালিকরা অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পুলিশের আন্তরুকতাকে ধন্যবাদ জানান। তারা জানান,মোবাইল ও টাকা ফেরত পাওয়ার আশা তারা প্রায় ছেড়েই দিয়েছিলেন। এ সময় তারা পুলিশ সুপার ও সিসিআইসির কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ডিআইও (১) মীর শরিফুল হক,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো.সাব্বিরুল আলম। সিসিআইসির ইনচার্জ মো.শাহ্ দারা খান সিসিআইসিহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।