
নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৩ টি মাদক মামলার আসামি ইউসুফ শেখ (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছেন লোহাগড়া থানা পুলিশ।
শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম এক প্রেফ ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেফতারকৃত ইউসুফ শেখ লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে।
ব্রিফিংয়ে ওসি মো.শরিফুল ইসলাম জানান, শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে অভিযান চালায়। এসময় ইউসুফ শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ির উঠান থেকে আটক করেন। পরে তার হাতে থাকা একটি ব্যাগ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ইউসুফ শেখের নামে বিভিন্ন থানায় ১৩ টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আরো একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। আমাদের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।