বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুনভাবে নির্ধারিত বাড়ি ভাড়া-ভাতার ফলে দেশের প্রায় ৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারী উপকৃত হবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ রবিবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে এবং ন্যূনতম মাসিক ২ হাজার টাকা হিসেবে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের এই সিদ্ধান্ত কার্যকর হলে অধিকাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে গড়ে ৮.৭ শতাংশের বেশি।
মন্ত্রণালয়ের তথ্য মতে, নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে ৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে ৮.৭ শতাংশের বেশি, ৫৬ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে ১২ শতাংশের বেশি এবং ৭৫ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে ৯ শতাংশের বেশি।
এর আগে রবিবার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এ ভাতা প্রদানের ক্ষেত্রে ভবিষ্যৎ জাতীয় বেতনস্কেলের সঙ্গে সমন্বয় করা হবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নিয়োগের শর্তাবলি অবশ্যই মেনে চলতে হবে।
এ ছাড়া কোনো অবস্থাতেই বকেয়া দাবি তোলা যাবে না এবং আর্থিক বিধিবিধান লঙ্ঘন হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই আদেশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
