
নতুন সভাপতি হচ্ছেন তামিম ইকবাল!
বিসিবি সভাপতি হবেন তামিম ইকবাল, কিছুদিন আগে এমন গুঞ্জনে সয়লাব ছিল ক্রিকেটপাড়া। সেই গুঞ্জনে যদিও প্রলেপ পড়েছে, তবে তামিম ঠিকই আছে সভাপতি হওয়ার দৌড়ে।
আপাতত বিসিবি সভাপতি নয়, কোয়াবের সভাপতি হতে চান তিনি। সে পদ বাগিয়ে নিতে ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন তামিম ইকবাল। গতকাল মিরপুরেও এসেছিলেন।
তামিম ইকবালের কোয়াবের নেতৃত্ব আসার আলোচনা নতুন কিছু নয়। কোয়াব-সম্পর্কিত আগের কয়েকটি সভাতেও তাকে দেখা গেছে। তার সভাপতি প্রার্থী হওয়ার বিষয়টি তাই ঘুরেফিরে সামনে আসছে।
এদিকে বুধবার ক্রিকেটারদের নিয়ে একটি বৈঠক করেন তামিম। বিসিবি একাডেমি ভবনে প্রায় ৩০ জন বর্তমান ও সাবেক ক্রিকেটারদের নিয়ে আলোচনায় বসেন তিনি।
যদিও কালকের সভায় কোয়াবের বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্যদের কাউকে দেখা যায়নি। আহ্বায়ক বা সদস্যসচিব কেউ উপস্থিত ছিলেন না।
একাডেমির সভাকক্ষে রুদ্ধদ্বার ঘণ্টাখানেকের সে বৈঠকে কি আলোচনা হয়েছে, তা জানা যায়নি। তবে নিশ্চিত হওয়া গেছে, সেটি ছিল কোয়াব নির্বাচন সামনে রেখে তার অনানুষ্ঠানিক আলোচনা সভা।
সভায় দেখা গেছে মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, জিয়াউর রহমান, তানভীর ইসলাম, সাদমান ইসলাম, জাকের আলী, ইবাদত হোসেন, নাসির হোসেন, এনামুল হক বিজয়ের মতো দেশের ক্রিকেটের পরিচিত মুখদের।
নানা গণমাধ্যমের খবর অনুযায়ী, বৈঠকটি ছিল কোয়াব নির্বাচনের তারিখ সামনে রেখে। আগামী ৪ বা ৫ সেপ্টেম্বর হতে পারে কোয়াব নির্বাচন, যদিও তা চূড়ান্ত নয়।
মূলত ঘরোয়া মৌসুম শুরুর আগে ফিটনেস পরীক্ষার জন্য ক্রিকেটারদের ঢাকায় অবস্থানের বিষয়টি বিবেচনায় রেখেই কোয়াবের নির্বাচন আয়োজনের কথা ভাবা হচ্ছে। সভায় আলোচনায় উঠে আসে কোয়াবের নতুন পরিচালনা পর্ষদ গঠনের বিষয়টি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানান, তামিম ইকবালকে সভাপতি ধরে কথা হয়েছে সভায়।
তিনি বলেন, ‘সভায় উপস্থিত সবাই ঢাকায় থাকা ক্রিকেটার। আলোচনায় উঠে এসেছে তামিম ভাইয়ের সভাপতি হওয়ার বিষয়টি। সহ-সভাপতি, সাধারণ সম্পাদক কারা হবেন, সেসব নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।’