
বাংলাদেশ চিত্র ডেস্ক ::
চাঁদপুর জেলার মতলব (উঃ) উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৬৩ সালে।বিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একযুগ পুর্তি অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন আয়োজন হতে যাচ্ছে। পুনর্মিলনী অনুষ্ঠানের স্থান নির্ধারিত হয়েছে- গ্রীন আইসলেন্ড রিসোর্ট এন্ড কমিউনিটি সেন্টার, নন্দলালপুর।
স্মৃতির টানে এসো মিলি একসাথে প্রিয় অঙ্গনে, এই স্লোগানের মধ্যে দিয়ে বিভিন্ন পরিসরে আয়োজিত হতে যাচ্ছে দীর্ঘ একযুগ পড়ে শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠান।
অনুষ্ঠানে থাকবে একযুগ পুর্তি লগো সংযুক্ত টিশার্ট, সকল শিক্ষার্থীদের জন্য স্মার্ট ক্রেস্ট, দুপুরের খাবার, কেক, র্যাফেল ড্র, আনন্দ আড্ডা, স্কুল জীবনের স্মৃতিচারণ ইত্যাদি।শিক্ষাজীবন শেষ করে বেরিয়ে গেছেন ১২ বছর আগে।কেউবা সদ্য এখনো উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন। তাঁদের কেউ দেশের বিভিন্ন জায়গায় কর্মজীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কেউবা সংসারের হাল ধরেছেন প্রবাসী জীবনে। বয়সের মধ্যেও তাদের নেই ফারাক। তবে তাঁরা সবাই স্মৃতির টানে একযুগ পড়ে সমবেত হতে যাচ্ছে প্রিয় প্রাঙ্গণে, মিলেছিলেন প্রাণের বন্ধনে।
পুনর্মিলনী অনুষ্ঠানের পরিচালনা কমিটির আহবায়ক- মোঃ সুমন মিয়া, সদস্য সচিব- এনামুল হক মিলন, সদস্য- রাদিয়া আফরোজ ( মিলি), মোঃ কাইয়ুম মিয়া, ফয়েজ আহমেদ মাহিন।
অনুষ্ঠান পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল বন্ধুদের পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগতম।