চাঁদপুর জেলা প্রতিনিধি ::
চাঁদপুর জেলার মতলব (উঃ) উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর বাজারে ১৯৩৭ সালে স্থাপিত হয় স্বনামধন্য স্কুল "১২৪নং নন্দলালপুর সরকারি প্রাঃ বিদ্যালয়"। প্রায় ৮৬ বছরের পুরনো এই বিদ্যালয়টি।
আজ ১২ মে রোজ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় বিদ্যালয়ের অফিস কক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পূনর্মীলনি আয়োজনের বিষয় বস্তু ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতি সভার সভাপতিত্বো করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখ-রঞ্জন বিশ্বাস।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ আহসান হাবীব কানু সরকার। তিনি তাহার বক্তব্যে বলেন, পূনর্মীলনি আয়োজনে আমরা সবাই সাবেক শিক্ষার্থী এখানে কে কোন অবস্থানে রয়েছি সেটা নিয়ে না ভেবে, পূনর্মীলনি অনুষ্ঠান কিভাবে সুন্দর করা যায় তার দিকে সকলের লক্ষ রাখতে হবে। পাশাপাশি নিজ দায়িত্ব নিয়ে স্কুল বন্ধু ও যাদের সাথে পরিচয় রয়েছে সাবেক শিক্ষার্থী সিনিয়র ও জুনিয়র সকলকে এই বার্তা পৌঁছে দিতে হবে।
এই সময় আরো বক্তব্য রাখেন- প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান (শান্তি), মঈন উদ্দিন আহামেদ মানিক, স্বনামধন্য ও সর্বজন শ্রদ্ধেয় সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ দেওয়ানের সুযোগ্য সন্তান লিটন দেওয়ান, টরকী সপ্রাবি. প্রাধান শিক্ষক- মোঃ বিল্লাল হোসেন, সাবেক প্রধান শিক্ষক- মিজানুর রহমান, মোঃ এমদাদুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার- শ্যামল চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক- মোঃ লিয়াকত সরকার, মোঃ মনির হোসেন বেপারী, মোঃ মালেক পাটোয়ারী, মোঃ উজ্জ্বল বেপারী, মোঃ নাছির উদ্দিন প্রধান, ডা. মহন বেপারী, লিপি সরকার, মোঃ জামির হোসন, মোঃ রাজিব হোসাইন ও ফয়েজ আহমেদ মাহিন সহ প্রমুখ।