নন্দীগ্রামে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪

বাংলাদেশ চিত্র ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে মাদক কারবারিসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মাদক বিরোধী অভিযানে ২২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে চারজনকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- পৌর এলাকার দামগাড়া সরদার-পাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে মাদক কারবারি মোয়াজ্জেম হোসেন (৪২), ওয়ারেন্টমূলে ঢাকুইর মহল্লার ফেরদৌস আলীর ছেলে নাজমুল ইসলাম (১৯), একই মহল্লার শামীম হোসেনের ছেলে নুরনবী (১৯) এবং ইয়াকুব আলীর ছেলে ফেরদৌস আলী (৩৮)।

থানার ডিউটি অফিসার এসআই শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান চালায় পুলিশ। এসআই নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে দামগাড়া সরদার-পাড়া এলাকায় অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক কারবারি মোয়াজ্জেম পালানোর চেষ্টা করে।

তাকে আটকের পর দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো ২২ (বাইশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক কারবারি মোয়াজ্জেম পুলিশকে জানিয়েছে, সে মাদক ব্যবসা করে। ইয়াবা বিক্রয়ের জন্য সেখানে অবস্থান করছিল। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

Share This Article