আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি এডভোকেট এবি এম কামরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
মজ্ঞলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে কবির হাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি এডভোকেট এবি এম কামরুল ইসলামকে মিরাজুল ইসলাম এর নেতৃত্বে নোয়াখালী জেলা ছাত্রদলের মিরাজুল ইসলাম মিরাজ, সাবেক ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ বাবর হোসেন, ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রদল তুষার আহমেদ ইসমাইল,সুবর্ণচর উপজেলা প্রযুক্তিদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এই শুভেচ্ছা বিনিময় করেন।
এইসময় সভাপতি বলেন, এই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেলো। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে এগিয়ে যাচ্ছিলো। তবে এখন থেকে বিদ্যালয়ের মান উন্নয়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।