নবজাতকের পৃথিবী ডাস্টবিনে

বাংলাদেশ চিত্র ডেস্ক

এক টুকরো কাপড়ে মোড়ানো এক নবজাতক পড়ে আছে রাস্তার ধারে ময়লার স্তুপের পাশে। নিথর নবজাতটিকে ঘিরে কয়েকটি কুকুরের উৎফুল্ল আনাগোনা, মাথার ওপর একঝাক কাকের ওড়াওড়ি। পথচারীরা উৎসুক দৃষ্টিতে সে দৃশ্য দেখছেন। কেউ কেউ দাঁড়িয়ে দেখছেন শিশুটিকে ঘিরে কুকুরের আনাগোনা। এক পর্যায়ে মৃত ভেবে শিশুটিকে খেতে উদ্যত হয় কুকুরগুলো। বলতে হয় ভাগ্য সহায় ছিল, শিশুটি বেঁচে যায়।
কয়েকজন লোক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।… বিস্তারিত

Share This Article