অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) কমপ্লেক্স এলাকায় নবনির্মিত রাওয়া ডেন্টাল সেন্টার উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবারের জন্য মানসম্মত ডেন্টাল চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে সেনা সদরের আর্থিক পৃষ্ঠপোষকতায় এ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। দীর্ঘ প্রতীক্ষিত এ চিকিৎসা সেবা প্রাপ্তির মহতি উদ্যোগ গ্রহণ করায় অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।