নবাবগঞ্জে ২৫ শে মার্চে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ চিত্র ডেস্ক

মোঃ হাফিজুর রহমান মিলন,
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ২৫মার্চ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিসারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ওই সভাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও নবাবগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মোঃ তাওহীদুল ইসলাম তৌহিদ । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, মৎস্য কর্মকর্তা হানিফ সরকার,নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা পারুল বেগম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরে-এ- শেফা, শিক্ষা অফিসার মাসুমা আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা রেজিনা পারভিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ জিয়াউর রহমান মানিক, সমবায় কর্মকর্তা নাসিমুল হক, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ নবাবগঞ্জ জোনাল অফিস ডিজিএম নুরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক , ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার আব্দুর রাজ্জাক,নবাবগঞ্জ উপজেলাপ্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সহ সভাপতি মোঃ ওয়ায়েজ কুরুনী, সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন,প্রচার সম্পাদক রনজিত রায়, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রমূখ।

নাজমুল সুজন বিশ্বাস // দৈনিক বাংলাদেশ চিত্র

Share This Article